বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা ঘিরে বেড়েছে নারকেল বিক্রির ধুম।

উদয় রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাঙালি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে দিনাজপুরের বীরগঞ্জে বেড়েছে নারকেল বিক্রির ধুম। পূজা উৎসবে অতিথি আপায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারিকেলর নাড়ু। এ ছাড়া নারিকেল দিয়ে পায়েসসহ তৈরি করা হয় নানা স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলর জুড়ি নেই। পূজা অর্চনা,প্রতিমা দর্শনের পাশাপাশি ক্রেতার ছুটছে দোকানে। দাম দর করে কিনছেন নারিকেল। নারিকেল কেনাবেচার পাশাপাশি কদর বেড়েছে নানান ধরনের গুঁড়ের দোকানেও। সরজমিন বীরগঞ্জ পৌরশহরের দৈনিক বাজার ঘুরে দেখা যায় নানা সাইজের নারিকেলর পসরা সাজিয়ে বসেছে প্রায় ১৫-২০ টি দোকান। দোকানে সাধারণ ক্রেতাদের ভীড়। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারীরাও। এসব দোকানে ছোট আকারের নারিকেল ২০০ থেকে ২২০ টাকা,মাঝারি সাইজের নারিকেল প্রতি জোড়া ২২০ থেকে ২৪০ টাকা এবং বড় সাইজের নারিকেল বিক্রি হচ্ছে ২৮০ টাকা জোড়া। দৈনিক বাজারে বাঁকালী দোকানী বৌদ্ধ সাহা জানান,নারিকেল ছাড়া পূজা উৎসবের কথা ভাবাই যায় না। গত বছরের তুলনায় এবছর নারিকেল দাম অনেক বেশি। বাহির থেকে নারিকেল না আসলে দাম আরও বৃদ্ধি পেত। গতবছর এক জোড়া নারিকেল ১৬০ ছিল। এবছর সে নারিকেল বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। এক বছরের ব্যবধানে প্রতি জোড়া নারিকেলের দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *