
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারের চাঁপাইনে ১৫ই ফেব্রুয়ারি রোজ শনিবার রাত্র ৯ ঘটিকায় চাঁপাইন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন খেলার মাঠে চাঁপাইন যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ স্বপন শেখের উদ্যোগে চাঁপাইন যুব সমাজের মোহাম্মদ শাকিল শিকদার, সাগর সিকদার, জামাল সজীব সহ আরো অনেকের সহযোগিতায় টুর্নামেন্ট পরিচালিত হয়।
গ্র্যান্ড ফাইনালের উদ্বোধন করেন চাঁপাইন নিউ মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রহিম।
গ্র্যান্ড ফাইনালে সিআরপি গোল্ড জয়লাভ করে চাঁপাইন আল্লাহ ভরসার সাথে।