সাভারবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ মোঃ ছালেহ্ আহম্মেদ

সাভার ও আশুলিয়ার সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাভার থানা জিয়া মঞ্চের সাবেক সদস্য সচিব, মোঃ জাকির হোসেন। ২৬শে মার্চ রোজ বুধবার সকালে দৈনিক মতৃনিউজ প্রতিনিধির সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণ ও বিএনপির সকল নেতৃবৃন্দসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও দেশবাসী সবাই ভালো আছেন এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, প্রিয় ভাই বন্ধুসহ সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

তিনি আরো বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল ফিতর আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন।মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *