নিজস্ব প্রতিবেদকঃ
সাভারে নেদারল্যান্ডসের ফুল লিলিয়ামের চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন চাষি মেহেদী। প্রথমবারের মতো বিদেশি এ ফুল চাষ করে ভালো ফলন হয়েছে বলে জানান, সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নি বাড়ি গ্ৰামের উদ্যোক্তা মেহেদী ।
স্বল্প খরচে এত সুন্দর ফুলের ফলন দেখে, প্রতিনিয়তই অন্যান্য চাষিরা ও স্থানীয় সাধারণ মানুষ ফুল দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন মেহেদীর বাগানে।
ফুল বিক্রি করে ভালো লাভের আশা করছেন বলে জানান চাষি মেহেদী ।
এ বিষয়ে মেহেদী হাসান বলেন, লিলিয়াম ফুল চাষের আগ্রহ থেকে বীজের জন্য লাল তীর নামের একটি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে পরীক্ষামূলকভাবে উৎপাদনের জন্য তারা আমাকে বিনামূল্যে কিছু কন্দ উপহার দেয়।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মনিরুল হক বলেন, আমার একটি জমিতে লিলিয়াম ফুল চাষ করেছি, ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বাণিজ্যিক চাষের ব্যাপারে আমি আশাবাদী।
জমি প্রস্তুত করে এক শতাংশ জমিতে অক্টোবর মাসে পরীক্ষামুলকভাবে কন্দগুলো রোপণ করি। সাধারণত দুই মাসে ফুল আসার কথা থাকলেও, আমার জমিতে মাত্র ৫০ দিনে বেশিরভাগ গাছে ফুল এসেছে। আশা করি ১৬ ডিসেম্বর, নববর্ষ ও ২১ ফেব্রুয়ারিতে ভালো দামে এ ফুল বিক্রি করতে পারব।
মেহেদী আরও বলেন, যতদূর জেনেছি, এটা খুব দামি ফুল। বাজারে চাহিদাও ব্যাপক। এরই মধ্যে অনেক কৃষকরা আসছেন চাষ করার উদ্যোগ নিচ্ছেন। প্রতিদিন ফুলক্ষেত দেখতে আসছেন দূর-দূরান্ত থেকে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ। অনেকে ফুলের সঙ্গে ছবি তুলছেন।
ফুল দেখতে আসা স্থানীয় একজন কৃষক জানায় শুনলাম দুই ফসল চাষের মাঝামাঝি সময়ে এই ফুলের চারা রোপণ করে ফুল পাওয়া যায় দ্রুত সময়ে, অতিরিক্ত একটি ফসল পেলে আমরা বেশি লাভবান হব।এই ফুলের দাম যেহেতু অনেক বেশি বাজারে চাহিদাও অনেক ভালো তাই আমিও এই ফুল চাষাবাদ করবো বলে ভাবছি।
লাল তীর সীড লিমিটেডের উপ ব্যবস্থাপক (পিডিএস) জনাব শফিকুল ইসলাম বলেন আমরা চেষ্টা করছি বিদেশিদের সঙ্গে তালমিলিয়ে কৃষকদের সবজিসহ নানা কৃষি পণ্য উৎপাদনে এগিয়ে নিতে। সম্প্রতি লেদারল্যান্ড থেকে লিলিয়াম ফুলের বাল্ব (কন্দ) এনে বিভিন্ন জেলার চাষিদের দেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যে ভালো উৎপাদন হওয়ায় বিদেশি জাতের লিলিয়াম ফুল সম্ভবনাময় দেখা গেছে। আশাকরি এ ফুলের উৎপাদন বাড়লে আগামীতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য দেশগুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। এজন্য আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি।
কৃষিবিদ জনাব খায়রুল আনাম জানান নেদারল্যান্ড, ইউরোপ ও উত্তর আমেরিকার শীত প্রধান দেশগুলোতে লিলিয়াম ফুলের ব্যাপক চাষ হয়ে থাকে। সাধারণ সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণের লিলিয়াম ফুল দেখা যায়। এ ফুলের বর্ণচ্ছটা অনেকটা চিত্রের মতো। এ জাতের ফুলে ছয়টি পাপড়ি থাকে যারা বেশ প্রসারিত হয়। অভিজাত এলাকায় এ ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বেশকিছু ওষুধিগুণও রয়েছে এ ফুলের।